এই শহর
- নাফিস

এই শহরে এক কোণে অন্ধকারে আমার বাস,
এখানকার কেউ নই তবুও নেই দীর্ঘশ্বাস ।

এসেছিলাম এখানে আমি তামাটে রোদ মেখে ,
স্তব্ধ রাত কেটেছে আমার তারাহীন আকাশ দেখে ।

শহর যেন কবরস্থান - থমথমে সব চুপ ,
কুকুর - মানুষ নেই ভেদাভেদ খুঁড়েছে হিংস্র কূপ ।

রেলের বগিতে কড়া রোদে পথশিশু জন্ম নেয় ,
পথের ধারে অভাগীকে কেউ কি ভাগ্য ফিরিয়ে দেয় ?

ভিক্ষুকমুক্ত শহরে অন্ধের করা আকাশ ফাটা সেই চিৎকার ,
হাত গুটিয়ে তাচ্ছিলের ছলে করে সবে ধিক্কার !

এই শহরে থাকি বলে আজ চোখে কাপড় বাঁধা ,
বৃক্ষছায়ার সান্নিধ্যে দেখি সাদা-কালো সব আঁকা....


#poetry #poem
এই শহর - নাফিস এই শহরে এক কোণে অন্ধকারে আমার বাস, এখানকার কেউ নই তবুও নেই দীর্ঘশ্বাস । এসেছিলাম এখানে আমি তামাটে রোদ মেখে , স্তব্ধ রাত কেটেছে আমার তারাহীন আকাশ দেখে । শহর যেন কবরস্থান - থমথমে সব চুপ , কুকুর - মানুষ নেই ভেদাভেদ খুঁড়েছে হিংস্র কূপ । রেলের বগিতে কড়া রোদে পথশিশু জন্ম নেয় , পথের ধারে অভাগীকে কেউ কি ভাগ্য ফিরিয়ে দেয় ? ভিক্ষুকমুক্ত শহরে অন্ধের করা আকাশ ফাটা সেই চিৎকার , হাত গুটিয়ে তাচ্ছিলের ছলে করে সবে ধিক্কার ! এই শহরে থাকি বলে আজ চোখে কাপড় বাঁধা , বৃক্ষছায়ার সান্নিধ্যে দেখি সাদা-কালো সব আঁকা.... #poetry #poem
Love
2
0 Comments 0 Shares 4K Views