-
বইঠা
- নাফিস
ঘড়ির কাঁটা থমকে গেছে
থমকে গেছে গোধূলির এই সন্ধ্যা ,
জীবনযাত্রার পালা গেছে থেমে
মনে করি -
অসীম এ আকাশ হয়ে গেছে বন্ধ্যা ।
বন্ধ্যা; বন্ধ্যত্ব নিয়ে বয়ে চলছে
খেয়া ঘাটের এই মাঝি,
বদ্ধ কাঁটা যেন দিচ্ছে জানান
ভবলীলা যে অতীব ক্ষুদ্র
ক্রমশ বিলীন হবে আজি ।
আজি সাঙ্গ হবে রঙ্গলীলা
ভঙ্গ হবে নিঃসৃত বাণী ,
মনে করি -
তিতিক্ষার অজস্র তপঃসা
জীবিত মুহূর্ত নিয়ে আহাজারি ।
আহাজারি ; সুপ্ত আহাজারি বয়ে এনেছে হাহাকার ,
জীবন নিঃশব্দে নিরাকার;
চুপটি করে বসে আছে এক কোণায় ,
নিঃসঙ্গতা দিচ্ছে ইঙ্গিত -
'' কি করেছ এই জীবনে
ভাবুকের ভুবন ভাবনায় ?''
তব সে ভাবনার মগ্নতায়
যে কেটে যাবে মেঘ ;
হবে সচল সে ঘড়ির কাঁটা
গোধূলির সেই সন্ধ্যায় ,
যাত্রাপালা নেবে অন্তিম রূপ
জীবনবেলা ঢেউয়ের তরে
আকাশ তীরের মোহনায় ।
অতঃপর ভুবন ভাবুকের ভাবনা হোক জাগ্রত
হোক জাগ্রত সকল চেতনা যা
নিশ্চুপ রয়েছে বহুকাল ,
খেয়া ঘাটের সে মাঝির বইঠায় রচিত হোক
মনুষ্য ইতিহাসে লেখা
শ্রেষ্ঠ মানব - মহাকাল.....
বইঠা - নাফিস ঘড়ির কাঁটা থমকে গেছে থমকে গেছে গোধূলির এই সন্ধ্যা , জীবনযাত্রার পালা গেছে থেমে মনে করি - অসীম এ আকাশ হয়ে গেছে বন্ধ্যা । বন্ধ্যা; বন্ধ্যত্ব নিয়ে বয়ে চলছে খেয়া ঘাটের এই মাঝি, বদ্ধ কাঁটা যেন দিচ্ছে জানান ভবলীলা যে অতীব ক্ষুদ্র ক্রমশ বিলীন হবে আজি । আজি সাঙ্গ হবে রঙ্গলীলা ভঙ্গ হবে নিঃসৃত বাণী , মনে করি - তিতিক্ষার অজস্র তপঃসা জীবিত মুহূর্ত নিয়ে আহাজারি । আহাজারি ; সুপ্ত আহাজারি বয়ে এনেছে হাহাকার , জীবন নিঃশব্দে নিরাকার; চুপটি করে বসে আছে এক কোণায় , নিঃসঙ্গতা দিচ্ছে ইঙ্গিত - '' কি করেছ এই জীবনে ভাবুকের ভুবন ভাবনায় ?'' তব সে ভাবনার মগ্নতায় যে কেটে যাবে মেঘ ; হবে সচল সে ঘড়ির কাঁটা গোধূলির সেই সন্ধ্যায় , যাত্রাপালা নেবে অন্তিম রূপ জীবনবেলা ঢেউয়ের তরে আকাশ তীরের মোহনায় । অতঃপর ভুবন ভাবুকের ভাবনা হোক জাগ্রত হোক জাগ্রত সকল চেতনা যা নিশ্চুপ রয়েছে বহুকাল , খেয়া ঘাটের সে মাঝির বইঠায় রচিত হোক মনুষ্য ইতিহাসে লেখা শ্রেষ্ঠ মানব - মহাকাল.....
3
0 Comments 0 Shares 4K Views -
কবিতা
- নাফিস
কবিতা আমার নয়
আমি যে কবিতার ,
কলম - কালি ছাড়া যে
কিছুই পারি না আর ।
কবিতা যে লিখি না আমি
কবিতা লিখে আমায় ,
কবিতার প্রতি ছন্দ যেন
প্রতিনিয়ত ভাবায় ।
কবিতা লিখলে , হয় কবি
তবে আমি কবি নই ,
কবিতা যে আমার তরে
দিয়েছে হাজারো সই ।
কবিতা যে সুরে সুরে
লিখলে বনে যায় ,
কবিতা যে ছন্দের ন্যায়
মাথায় ঘুরপাক খায় ।
কবিতা যে সুন্দর এক
মমতাময়ী চরিত্র ,
কবিতা যে শিশুর মতোই
চিরসর্বদা পবিত্র ।
কবিতা যে জীবনে আনে
নিত্য - নতুন ভাবনা,
কবিতাই যে উজ্জীবিত
টগবগ রক্তের চেতনা ।
কবিতা যে শিরায় শিরায়
মানব রক্তে বহমান ,
কবিতার যে মৃত্যু নেই
হয় না যে প্রয়াণ ।
কবিতার যে নেই শুরু
নেই কোন শেষ ,
কবিতা যে জীবনপথে
অবিরাম - অনিমেষ ।
*পরিশেষে -
কবিতাও যে সকল ক্ষেত্রে
ঘটায় পরিবর্তন ,
তাই কবিতারও যে সকল ভূমিকায়
প্রাপ্য সে সমর্থন...।
#poetry #poemকবিতা - নাফিস কবিতা আমার নয় আমি যে কবিতার , কলম - কালি ছাড়া যে কিছুই পারি না আর । কবিতা যে লিখি না আমি কবিতা লিখে আমায় , কবিতার প্রতি ছন্দ যেন প্রতিনিয়ত ভাবায় । কবিতা লিখলে , হয় কবি তবে আমি কবি নই , কবিতা যে আমার তরে দিয়েছে হাজারো সই । কবিতা যে সুরে সুরে লিখলে বনে যায় , কবিতা যে ছন্দের ন্যায় মাথায় ঘুরপাক খায় । কবিতা যে সুন্দর এক মমতাময়ী চরিত্র , কবিতা যে শিশুর মতোই চিরসর্বদা পবিত্র । কবিতা যে জীবনে আনে নিত্য - নতুন ভাবনা, কবিতাই যে উজ্জীবিত টগবগ রক্তের চেতনা । কবিতা যে শিরায় শিরায় মানব রক্তে বহমান , কবিতার যে মৃত্যু নেই হয় না যে প্রয়াণ । কবিতার যে নেই শুরু নেই কোন শেষ , কবিতা যে জীবনপথে অবিরাম - অনিমেষ । *পরিশেষে - কবিতাও যে সকল ক্ষেত্রে ঘটায় পরিবর্তন , তাই কবিতারও যে সকল ভূমিকায় প্রাপ্য সে সমর্থন...। #poetry #poem1
0 Comments 0 Shares 4K Views -
এই শহর
- নাফিস
এই শহরে এক কোণে অন্ধকারে আমার বাস,
এখানকার কেউ নই তবুও নেই দীর্ঘশ্বাস ।
এসেছিলাম এখানে আমি তামাটে রোদ মেখে ,
স্তব্ধ রাত কেটেছে আমার তারাহীন আকাশ দেখে ।
শহর যেন কবরস্থান - থমথমে সব চুপ ,
কুকুর - মানুষ নেই ভেদাভেদ খুঁড়েছে হিংস্র কূপ ।
রেলের বগিতে কড়া রোদে পথশিশু জন্ম নেয় ,
পথের ধারে অভাগীকে কেউ কি ভাগ্য ফিরিয়ে দেয় ?
ভিক্ষুকমুক্ত শহরে অন্ধের করা আকাশ ফাটা সেই চিৎকার ,
হাত গুটিয়ে তাচ্ছিলের ছলে করে সবে ধিক্কার !
এই শহরে থাকি বলে আজ চোখে কাপড় বাঁধা ,
বৃক্ষছায়ার সান্নিধ্যে দেখি সাদা-কালো সব আঁকা....
#poetry #poemএই শহর - নাফিস এই শহরে এক কোণে অন্ধকারে আমার বাস, এখানকার কেউ নই তবুও নেই দীর্ঘশ্বাস । এসেছিলাম এখানে আমি তামাটে রোদ মেখে , স্তব্ধ রাত কেটেছে আমার তারাহীন আকাশ দেখে । শহর যেন কবরস্থান - থমথমে সব চুপ , কুকুর - মানুষ নেই ভেদাভেদ খুঁড়েছে হিংস্র কূপ । রেলের বগিতে কড়া রোদে পথশিশু জন্ম নেয় , পথের ধারে অভাগীকে কেউ কি ভাগ্য ফিরিয়ে দেয় ? ভিক্ষুকমুক্ত শহরে অন্ধের করা আকাশ ফাটা সেই চিৎকার , হাত গুটিয়ে তাচ্ছিলের ছলে করে সবে ধিক্কার ! এই শহরে থাকি বলে আজ চোখে কাপড় বাঁধা , বৃক্ষছায়ার সান্নিধ্যে দেখি সাদা-কালো সব আঁকা.... #poetry #poem2
0 Comments 0 Shares 4K Views
More Stories