ইউরোপের মাঠ নয়, কিন্তু vibe ছিলো পুরোটাই ইউরোপিয়ান!
আধুনিক স্টেডিয়াম, গর্জে ওঠা গ্যালারি, আর মাঠজুড়ে এককথায়—পরিচ্ছন্ন, ট্যাকটিক্যাল ফুটবল!
নিখুঁত পাস, একসাথে প্রেসিং, চোখে পড়ার মতো বোঝাপড়া—এই ম্যাচে যেন কিছুই কম ছিলো না।

আর পুরো দৃশ্যপটের কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন—তিনি হামজা।
দেশের মাঠিতে প্রথম ম্যাচে প্রথম গোল!
গোল দিয়েই নয়, খেলার ভেতরে ওর প্রতিটা মুভমেন্টেই ছিলো আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণের ছাপ।
দূর থেকে লং পাস, নিখুঁত পজিশনিং—মনে হচ্ছিলো, যেন প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ ঢাকার মাঠে হুবহু নেমে এসেছে।
২৫ মিনিটেই ২৫টি সফল পাস—কল্পনা নয়, বাস্তবতা!

এদিকে ফাহমিদুলও কম যান না।
প্রথমবার মাঠে নেমে এমন ছন্দে ছিলেন, মনে হচ্ছিলো, অনেকদিন ধরে জাতীয় জার্সি গায়ে চাপিয়ে খেলছেন।
গতি, বল কন্ট্রোল, আর একের পর এক নিখুঁত টাচ—ভক্তরা এতদিন যার জন্য অপেক্ষায় ছিলো, আজ যেন সেই অপেক্ষার অর্থ বুঝিয়ে দিলেন।

ভিআইপি বক্সে বসে থাকা সামিত সোম হাসিমুখেই যেন বলে দিচ্ছিলেন—"এই তো শুরু, আরও অনেক বাকি!"

এই ম্যাচটা শুধু একটা জয় নয়, এটা একটা বার্তা।
বাংলাদেশের ফুটবল এখন ঘুমিয়ে নেই। ঘুম ভাঙার ঘণ্টা বেজে গেছে।

এটাই সেই মুহূর্ত, যার জন্য অপেক্ষায় ছিলো লাল-সবুজের কোটি প্রাণ!
দারুণ, দুর্দান্ত, অবিশ্বাস্য—এই ম্যাচের জন্য শুধু একটাই কথা বলি...

এভাবেই এগিয়ে যাক আমাদের ফুটবল!
ইউরোপের মাঠ নয়, কিন্তু vibe ছিলো পুরোটাই ইউরোপিয়ান! আধুনিক স্টেডিয়াম, গর্জে ওঠা গ্যালারি, আর মাঠজুড়ে এককথায়—পরিচ্ছন্ন, ট্যাকটিক্যাল ফুটবল! নিখুঁত পাস, একসাথে প্রেসিং, চোখে পড়ার মতো বোঝাপড়া—এই ম্যাচে যেন কিছুই কম ছিলো না। আর পুরো দৃশ্যপটের কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন—তিনি হামজা। দেশের মাঠিতে প্রথম ম্যাচে প্রথম গোল! গোল দিয়েই নয়, খেলার ভেতরে ওর প্রতিটা মুভমেন্টেই ছিলো আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণের ছাপ। দূর থেকে লং পাস, নিখুঁত পজিশনিং—মনে হচ্ছিলো, যেন প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ ঢাকার মাঠে হুবহু নেমে এসেছে। ২৫ মিনিটেই ২৫টি সফল পাস—কল্পনা নয়, বাস্তবতা! এদিকে ফাহমিদুলও কম যান না। প্রথমবার মাঠে নেমে এমন ছন্দে ছিলেন, মনে হচ্ছিলো, অনেকদিন ধরে জাতীয় জার্সি গায়ে চাপিয়ে খেলছেন। গতি, বল কন্ট্রোল, আর একের পর এক নিখুঁত টাচ—ভক্তরা এতদিন যার জন্য অপেক্ষায় ছিলো, আজ যেন সেই অপেক্ষার অর্থ বুঝিয়ে দিলেন। ভিআইপি বক্সে বসে থাকা সামিত সোম হাসিমুখেই যেন বলে দিচ্ছিলেন—"এই তো শুরু, আরও অনেক বাকি!" এই ম্যাচটা শুধু একটা জয় নয়, এটা একটা বার্তা। বাংলাদেশের ফুটবল এখন ঘুমিয়ে নেই। ঘুম ভাঙার ঘণ্টা বেজে গেছে। এটাই সেই মুহূর্ত, যার জন্য অপেক্ষায় ছিলো লাল-সবুজের কোটি প্রাণ! দারুণ, দুর্দান্ত, অবিশ্বাস্য—এই ম্যাচের জন্য শুধু একটাই কথা বলি... এভাবেই এগিয়ে যাক আমাদের ফুটবল!
Love
Wow
3
0 Comments 0 Shares 2K Views