আমাদের চারপাশে একটাই জিনিস সবসময় চোখে পড়ে “ব্যস্ততা”। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি, একটার পর একটা কাজ, কিন্তু দিন শেষে মনে হয় “আরে, কাজ তো শেষই হলো না!”
আসলে সমস্যাটা শুধু কাজের পরিমাণ না, সমস্যাটা হলো কাজ ম্যানেজ করার সিস্টেমটা। আমরা যখন কাজগুলো লিস্টে সাজাই না, প্রায়োরিটি ঠিক করি না, তখন ছোট ছোট কাজগুলোও বড় পাহাড় সমান মনে হয়।
আর এই জন্যেই দরকার একটু স্মার্টভাবে কাজ ম্যানেজ করা, আর সেটা করতে পারি:
To-Do লিস্ট তৈরি করে অথবা,
দিনের শুরুতেই ৩টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে
অপ্রয়োজনীয় জিনিস গুলো বাদ দিয়ে
আর মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে
দিনে ২৪ ঘণ্টা সবার সমান, কিন্তু পার্থক্যটা হলো কে কীভাবে সেই সময়টা Use করছি।
তাই, যদি প্রতিদিনের শেষে “কাজ ফুরালো না” কথাটা শুনতে না চান, তাহলে এখন থেকেই কাজ করার ধরণটা বদলান।
Collected from " Online Tech Academy "
#work #tips #post
আসলে সমস্যাটা শুধু কাজের পরিমাণ না, সমস্যাটা হলো কাজ ম্যানেজ করার সিস্টেমটা। আমরা যখন কাজগুলো লিস্টে সাজাই না, প্রায়োরিটি ঠিক করি না, তখন ছোট ছোট কাজগুলোও বড় পাহাড় সমান মনে হয়।
আর এই জন্যেই দরকার একটু স্মার্টভাবে কাজ ম্যানেজ করা, আর সেটা করতে পারি:
To-Do লিস্ট তৈরি করে অথবা,
দিনের শুরুতেই ৩টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে
অপ্রয়োজনীয় জিনিস গুলো বাদ দিয়ে
আর মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে
দিনে ২৪ ঘণ্টা সবার সমান, কিন্তু পার্থক্যটা হলো কে কীভাবে সেই সময়টা Use করছি।
তাই, যদি প্রতিদিনের শেষে “কাজ ফুরালো না” কথাটা শুনতে না চান, তাহলে এখন থেকেই কাজ করার ধরণটা বদলান।
Collected from " Online Tech Academy "
#work #tips #post
আমাদের চারপাশে একটাই জিনিস সবসময় চোখে পড়ে “ব্যস্ততা”। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি, একটার পর একটা কাজ, কিন্তু দিন শেষে মনে হয় “আরে, কাজ তো শেষই হলো না!”
আসলে সমস্যাটা শুধু কাজের পরিমাণ না, সমস্যাটা হলো কাজ ম্যানেজ করার সিস্টেমটা। আমরা যখন কাজগুলো লিস্টে সাজাই না, প্রায়োরিটি ঠিক করি না, তখন ছোট ছোট কাজগুলোও বড় পাহাড় সমান মনে হয়।
আর এই জন্যেই দরকার একটু স্মার্টভাবে কাজ ম্যানেজ করা, আর সেটা করতে পারি:
✅ To-Do লিস্ট তৈরি করে অথবা,
✅ দিনের শুরুতেই ৩টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে
✅ অপ্রয়োজনীয় জিনিস গুলো বাদ দিয়ে
✅ আর মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে
দিনে ২৪ ঘণ্টা সবার সমান, কিন্তু পার্থক্যটা হলো কে কীভাবে সেই সময়টা Use করছি।
তাই, যদি প্রতিদিনের শেষে “কাজ ফুরালো না” কথাটা শুনতে না চান, তাহলে এখন থেকেই কাজ করার ধরণটা বদলান।
Collected from " Online Tech Academy "
#work #tips #post
0 Comments
0 Shares
4K Views