কর্তব্য করছেন, তবে সন্তানের জন্য ‘সময়’ নেই! দিনে ৫ মিনিটও বদলে দিতে পারে অনেক কিছু
কর্মব্যস্ততার মধ্যে প্রত্যেকের জন্য আলাদা করে সময় বeর করা কঠিন হয়ে ওঠে। কিন্তু সন্তানেরা সব সময়ই অভিভাবকদের থেকে বাড়তি গুরুত্ব দাবি করে থাকে।
বাচ্চার জন্মের পর থেকেই বাবা-মায়ের দায়িত্ব বাড়তে থাকে। সন্তান প্রতিপালনের সেই সফর ব্যক্তিভেদে জীবনের নানা আঙ্গিক এবং অভিজ্ঞতাকে হাজির করে। অন্য দিকে ছোটরা এখন অল্প সময়ের মধ্যেই নিজস্ব বৃত্ত তৈরি করে নেয়। তাদের লেখাপড়া, খাওয়াদাওয়া, শরীর-স্বাস্থ্যের প্রতিনিয়ত খেয়াল রাখা অভিভাবকের কর্তব্য। কিন্ত তাতেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। প্যারেন্টিং কনসালট্যান্টদের একাংশের মতে, বর্তমান সমাজে সন্তানের সঙ্গে আলাদা করে বাবা-মায়েদের সময় কাটানোর বিশেষ প্রয়োজন রয়েছে। কয়েকটি বিষয় খেয়াল রাখলে সন্তান ও অভিভাবকের সম্পর্ক আরও মজমুব হতে পারে।
কর্তব্য করছেন, তবে সন্তানের জন্য ‘সময়’ নেই! দিনে ৫ মিনিটও বদলে দিতে পারে অনেক কিছু কর্মব্যস্ততার মধ্যে প্রত্যেকের জন্য আলাদা করে সময় বeর করা কঠিন হয়ে ওঠে। কিন্তু সন্তানেরা সব সময়ই অভিভাবকদের থেকে বাড়তি গুরুত্ব দাবি করে থাকে। বাচ্চার জন্মের পর থেকেই বাবা-মায়ের দায়িত্ব বাড়তে থাকে। সন্তান প্রতিপালনের সেই সফর ব্যক্তিভেদে জীবনের নানা আঙ্গিক এবং অভিজ্ঞতাকে হাজির করে। অন্য দিকে ছোটরা এখন অল্প সময়ের মধ্যেই নিজস্ব বৃত্ত তৈরি করে নেয়। তাদের লেখাপড়া, খাওয়াদাওয়া, শরীর-স্বাস্থ্যের প্রতিনিয়ত খেয়াল রাখা অভিভাবকের কর্তব্য। কিন্ত তাতেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। প্যারেন্টিং কনসালট্যান্টদের একাংশের মতে, বর্তমান সমাজে সন্তানের সঙ্গে আলাদা করে বাবা-মায়েদের সময় কাটানোর বিশেষ প্রয়োজন রয়েছে। কয়েকটি বিষয় খেয়াল রাখলে সন্তান ও অভিভাবকের সম্পর্ক আরও মজমুব হতে পারে।
0 Comments 0 Shares