স্টারলিংক নাকি সিম ইন্টারনেট? কোনটা ব্যবহার করবেন?
আসসালামু আলাইকুম। একদম সংক্ষেপে লিখব ইনশাআল্লাহ।

☞ এক সময় সাপ্লাইয়ের গ্যাস লাইনযুক্ত বাসায় ছিলাম। এমনও হয়েছে সারা মাসে রান্না করিনি ১ দিন। ভাড়া কিন্তু দিয়েছিলাম ২ চুলারই।

☞ ২০২১ সাল থেকে অন্য বাসায় উঠি ও সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি। সাথে ইন্ডাকশন কুকার। নিয়মিত রান্না করলেও সিলিন্ডার একটা যায় প্রায় ৩ মাস! সর্বশেষ সিলিন্ডার কিনেছি ৫ মাস আগে। আর ইন্ডাকশন কুকারে মাসিক ৩০০-৩৫০ টাকাই যথেষ্ট বলে মনে করি। বর্তমানে রান্না তেমন করছি না।

☞ ২০১২-২০২০ সাল পর্যন্ত (মাঝে ২ বছরের মতো ছিল না) নিয়মিত ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতাম। ২০২১ সালে ব্রডব্যান্ড ছেড়ে সিম ইন্টারনেট ব্যবহার করা শুরু দিলাম। আমার ভিডিও দেখার নেশা নাই। পরে দেখলাম, মাসে ৫০ জিবিই আমার শেষ হচ্ছে না!

সেই থেকে আপাতত আর কখনও ইচ্ছাও হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করার। যদিও মাঝেমাঝেই ইন্টারনেটওয়ালাগণ দরজায় বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে যান।

◑ আপনি স্টারলিংক নিয়ে অতি উৎসাহী হচ্ছেন তো? তার আগেই দেখুন, আপনার আসলে কতটুক নেট দরকার।

◑ আপনার দেশি ব্রডব্যান্ড লাইনে কি আসলেই চলছে না?

◑ আপনি কি আমার মতো ইউজার? সকালে বাসা থেকে বের হয়ে, রাতের বেলা বাসায় এসে ১-২ ঘন্টা নেট ব্যবহার করে ঘুমিয়ে যান, অথচ বাসায় ব্রডব্যান্ড ওয়াইফাই রাখছেন? তাহলে অপচয়মুক্ত হোন ও অর্থের সাশ্রয় করতে আজই লাইন কেটে দিতে পারেন।

◑ আমার এক পরিচিতজন বলেন, আসলে বাসায় ওয়াইফাই লাইন থাকাটা একটা প্রেসটিজের বিষয়। গেস্ট আসলে জিজ্ঞেস করে ওয়াইফাই পাসওয়ার্ড আছে?

✪ আমারতো মনে হয়, কিছুদিন পর জিজ্ঞেস করবে বাসায় ওয়াইফাই লাইন আছে? লোকাল নাকি স্টারলিংক? স্টারলিংক থাকলে আপনি প্রেসটিজে একধাপ উপরে থাকলেন। এই আরকি।

⊕ এখন সিদ্ধান্ত আপনার.... ধন্যবাদ।
স্টারলিংক নাকি সিম ইন্টারনেট? কোনটা ব্যবহার করবেন? আসসালামু আলাইকুম। একদম সংক্ষেপে লিখব ইনশাআল্লাহ। ☞ এক সময় সাপ্লাইয়ের গ্যাস লাইনযুক্ত বাসায় ছিলাম। এমনও হয়েছে সারা মাসে রান্না করিনি ১ দিন। ভাড়া কিন্তু দিয়েছিলাম ২ চুলারই। ☞ ২০২১ সাল থেকে অন্য বাসায় উঠি ও সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি। সাথে ইন্ডাকশন কুকার। নিয়মিত রান্না করলেও সিলিন্ডার একটা যায় প্রায় ৩ মাস! সর্বশেষ সিলিন্ডার কিনেছি ৫ মাস আগে। আর ইন্ডাকশন কুকারে মাসিক ৩০০-৩৫০ টাকাই যথেষ্ট বলে মনে করি। বর্তমানে রান্না তেমন করছি না। ☞ ২০১২-২০২০ সাল পর্যন্ত (মাঝে ২ বছরের মতো ছিল না) নিয়মিত ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতাম। ২০২১ সালে ব্রডব্যান্ড ছেড়ে সিম ইন্টারনেট ব্যবহার করা শুরু দিলাম। আমার ভিডিও দেখার নেশা নাই। পরে দেখলাম, মাসে ৫০ জিবিই আমার শেষ হচ্ছে না! সেই থেকে আপাতত আর কখনও ইচ্ছাও হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করার। যদিও মাঝেমাঝেই ইন্টারনেটওয়ালাগণ দরজায় বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে যান। ◑ আপনি স্টারলিংক নিয়ে অতি উৎসাহী হচ্ছেন তো? তার আগেই দেখুন, আপনার আসলে কতটুক নেট দরকার। ◑ আপনার দেশি ব্রডব্যান্ড লাইনে কি আসলেই চলছে না? ◑ আপনি কি আমার মতো ইউজার? সকালে বাসা থেকে বের হয়ে, রাতের বেলা বাসায় এসে ১-২ ঘন্টা নেট ব্যবহার করে ঘুমিয়ে যান, অথচ বাসায় ব্রডব্যান্ড ওয়াইফাই রাখছেন? তাহলে অপচয়মুক্ত হোন ও অর্থের সাশ্রয় করতে আজই লাইন কেটে দিতে পারেন। ◑ আমার এক পরিচিতজন বলেন, আসলে বাসায় ওয়াইফাই লাইন থাকাটা একটা প্রেসটিজের বিষয়। গেস্ট আসলে জিজ্ঞেস করে ওয়াইফাই পাসওয়ার্ড আছে? 🤣 ✪ আমারতো মনে হয়, কিছুদিন পর জিজ্ঞেস করবে বাসায় ওয়াইফাই লাইন আছে? লোকাল নাকি স্টারলিংক? স্টারলিংক থাকলে আপনি প্রেসটিজে একধাপ উপরে থাকলেন। এই আরকি। ⊕ এখন সিদ্ধান্ত আপনার.... ধন্যবাদ।
Like
4
1 Comments 0 Shares 2K Views