এক মহা বিস্ময়ের নাম বৃষ্টি। আকাশে ভেসে থাকা মেঘ থেকে বৃষ্টির সৃষ্টি। এটা কাকতালীয়ভাবে সৃষ্ট নয় বরং মহামহিম কৌশলী দয়ালু আল্লাহ কর্তৃক সৃষ্টিজীবের প্রতি এক বিশেষ নিয়ামত।

বৃষ্টির রিমঝিম সুমধুর আওয়াজে বৃষ্টি নিয়ে ভাবনায় হারিয়ে গেলেও আল্লাহর অস্তিত্ব, বড়ত্ব, মহত্ব খোঁজে পাওয়া যায়।

ভাবুন তো!
১) কোথা থেকে আকাশে পানি জমে?
২) আকাশে কীভাবে মেঘমালা ভেলার মতো ভাসমান থাকে?
৩) কীভাবে সেখানে বরফ হিসেবে জমিয়ে রাখা হয়?
৪) কীভাবে মুহূর্তেই উড়ে দেশ থেকে দেশান্তরে স্থানান্তর হয়?
৫) মেঘমালার বরফপুঞ্জ একেবারে ধপাস করে না পতিত হয়ে পানির আকারে বর্ষিত হয়?
৬) শীলা বৃষ্টির সময় কী দিয়ে হুবহু একই আকৃতির শীলা বর্ষিত হয়?
এছাড়া আরো অনেক বিষয় আছে যা আমাদেরকে মহান সত্ত্বার দিকে অগ্রসর হতে পথপ্রদর্শন করবে।

এ বিষয়ে আমার একটি সামান্য প্রবন্ধ রয়েছে। কমেন্টে লিঙ্ক দেওয়া হলো সবাইকে পড়ার আমন্ত্রণ।
এক মহা বিস্ময়ের নাম বৃষ্টি। আকাশে ভেসে থাকা মেঘ থেকে বৃষ্টির সৃষ্টি। এটা কাকতালীয়ভাবে সৃষ্ট নয় বরং মহামহিম কৌশলী দয়ালু আল্লাহ কর্তৃক সৃষ্টিজীবের প্রতি এক বিশেষ নিয়ামত। বৃষ্টির রিমঝিম সুমধুর আওয়াজে বৃষ্টি নিয়ে ভাবনায় হারিয়ে গেলেও আল্লাহর অস্তিত্ব, বড়ত্ব, মহত্ব খোঁজে পাওয়া যায়। ভাবুন তো! ১) কোথা থেকে আকাশে পানি জমে? ২) আকাশে কীভাবে মেঘমালা ভেলার মতো ভাসমান থাকে? ৩) কীভাবে সেখানে বরফ হিসেবে জমিয়ে রাখা হয়? ৪) কীভাবে মুহূর্তেই উড়ে দেশ থেকে দেশান্তরে স্থানান্তর হয়? ৫) মেঘমালার বরফপুঞ্জ একেবারে ধপাস করে না পতিত হয়ে পানির আকারে বর্ষিত হয়? ৬) শীলা বৃষ্টির সময় কী দিয়ে হুবহু একই আকৃতির শীলা বর্ষিত হয়? এছাড়া আরো অনেক বিষয় আছে যা আমাদেরকে মহান সত্ত্বার দিকে অগ্রসর হতে পথপ্রদর্শন করবে। এ বিষয়ে আমার একটি সামান্য প্রবন্ধ রয়েছে। কমেন্টে লিঙ্ক দেওয়া হলো সবাইকে পড়ার আমন্ত্রণ।
Love
6
1 Comments 0 Shares 1K Views