Profile About
  • Profile · Student
2 Posts
2 Photos
Male
08/08/2003
Recent Updates
  • আমাদের চারপাশে একটাই জিনিস সবসময় চোখে পড়ে “ব্যস্ততা”। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি, একটার পর একটা কাজ, কিন্তু দিন শেষে মনে হয় “আরে, কাজ তো শেষই হলো না!”

    আসলে সমস্যাটা শুধু কাজের পরিমাণ না, সমস্যাটা হলো কাজ ম্যানেজ করার সিস্টেমটা। আমরা যখন কাজগুলো লিস্টে সাজাই না, প্রায়োরিটি ঠিক করি না, তখন ছোট ছোট কাজগুলোও বড় পাহাড় সমান মনে হয়।

    আর এই জন্যেই দরকার একটু স্মার্টভাবে কাজ ম্যানেজ করা, আর সেটা করতে পারি:
    To-Do লিস্ট তৈরি করে অথবা,
    দিনের শুরুতেই ৩টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে
    অপ্রয়োজনীয় জিনিস গুলো বাদ দিয়ে
    আর মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে

    দিনে ২৪ ঘণ্টা সবার সমান, কিন্তু পার্থক্যটা হলো কে কীভাবে সেই সময়টা Use করছি।

    তাই, যদি প্রতিদিনের শেষে “কাজ ফুরালো না” কথাটা শুনতে না চান, তাহলে এখন থেকেই কাজ করার ধরণটা বদলান।

    Collected from " Online Tech Academy "
    #work #tips #post
    আমাদের চারপাশে একটাই জিনিস সবসময় চোখে পড়ে “ব্যস্ততা”। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি, একটার পর একটা কাজ, কিন্তু দিন শেষে মনে হয় “আরে, কাজ তো শেষই হলো না!” আসলে সমস্যাটা শুধু কাজের পরিমাণ না, সমস্যাটা হলো কাজ ম্যানেজ করার সিস্টেমটা। আমরা যখন কাজগুলো লিস্টে সাজাই না, প্রায়োরিটি ঠিক করি না, তখন ছোট ছোট কাজগুলোও বড় পাহাড় সমান মনে হয়। আর এই জন্যেই দরকার একটু স্মার্টভাবে কাজ ম্যানেজ করা, আর সেটা করতে পারি: ✅ To-Do লিস্ট তৈরি করে অথবা, ✅ দিনের শুরুতেই ৩টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে ✅ অপ্রয়োজনীয় জিনিস গুলো বাদ দিয়ে ✅ আর মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে দিনে ২৪ ঘণ্টা সবার সমান, কিন্তু পার্থক্যটা হলো কে কীভাবে সেই সময়টা Use করছি। তাই, যদি প্রতিদিনের শেষে “কাজ ফুরালো না” কথাটা শুনতে না চান, তাহলে এখন থেকেই কাজ করার ধরণটা বদলান। Collected from " Online Tech Academy " #work #tips #post
    Love
    1
    0 Comments 0 Shares 4K Views
  • সতর্কতা! আপনি কি অজান্তেই এক অদৃশ্য ফাঁদে আটকে যাচ্ছেন?

    আপনি কি জানেন, পারফেকশনিজম আসলে আমাদের মস্তিষ্ক ও শরীরের জন্য এক ভয়ংকর ফাঁদ?
    গবেষণা বলছে—
    সবসময় নিখুঁত হওয়ার চাপ মস্তিষ্কে অতিরিক্ত স্ট্রেস হরমোন (কর্টিসল) ছড়িয়ে দেয়।
    শরীর সবসময় টেনশনে থাকে – ঘুম কমে যায়, মনোযোগ নষ্ট হয়, এমনকি ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে।
    সবচেয়ে ভয়ংকর দিক হলো – আপনি কাজ শুরু করার আগেই ভাববেন, “যদি ভুল হয়?” … আর এই ভয়ই আপনাকে জালের মতো আটকে ফেলে।

    কিন্তু মনে রাখবেন, মানুষের শরীর ও মস্তিষ্ক পারফেকশনের জন্য নয়, বরং প্রগ্রেস (অগ্রগতি)-এর জন্য ডিজাইন করা হয়েছে।

    ছোট ছোট ভুলকে গ্রহণ করুন
    প্রতিদিন একটু একটু উন্নতি করুন
    পারফেকশনের ফাঁদ থেকে বের হয়ে প্রগ্রেসের পথে হাঁটুন

    আজকের শিক্ষা: পারফেকশন নয়, প্রতিদিনের ছোট উন্নতিই আসল সাফল্যের রহস্য।
    প্রশ্ন: আপনার জীবনের কোন ক্ষেত্রে পারফেকশন খুঁজতে গিয়ে সবচেয়ে বেশি আটকে গেছেন? কমেন্টে লিখুন

    collected from Shimla Aktar Sumu
    🚨সতর্কতা! আপনি কি অজান্তেই এক অদৃশ্য ফাঁদে আটকে যাচ্ছেন? আপনি কি জানেন, পারফেকশনিজম আসলে আমাদের মস্তিষ্ক ও শরীরের জন্য এক ভয়ংকর ফাঁদ? গবেষণা বলছে— 🔹 সবসময় নিখুঁত হওয়ার চাপ মস্তিষ্কে অতিরিক্ত স্ট্রেস হরমোন (কর্টিসল) ছড়িয়ে দেয়। 🔹 শরীর সবসময় টেনশনে থাকে – ঘুম কমে যায়, মনোযোগ নষ্ট হয়, এমনকি ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। 🔹 সবচেয়ে ভয়ংকর দিক হলো – আপনি কাজ শুরু করার আগেই ভাববেন, “যদি ভুল হয়?” … আর এই ভয়ই আপনাকে জালের মতো আটকে ফেলে। 👉 কিন্তু মনে রাখবেন, মানুষের শরীর ও মস্তিষ্ক পারফেকশনের জন্য নয়, বরং প্রগ্রেস (অগ্রগতি)-এর জন্য ডিজাইন করা হয়েছে। ✅ ছোট ছোট ভুলকে গ্রহণ করুন ✅ প্রতিদিন একটু একটু উন্নতি করুন ✅ পারফেকশনের ফাঁদ থেকে বের হয়ে প্রগ্রেসের পথে হাঁটুন 💡 আজকের শিক্ষা: পারফেকশন নয়, প্রতিদিনের ছোট উন্নতিই আসল সাফল্যের রহস্য। প্রশ্ন: আপনার জীবনের কোন ক্ষেত্রে পারফেকশন খুঁজতে গিয়ে সবচেয়ে বেশি আটকে গেছেন? কমেন্টে লিখুন ✍️ collected from Shimla Aktar Sumu
    Love
    Like
    3
    0 Comments 0 Shares 4K Views
More Stories