@shahadathasanshihab
Assalamu Alaikum Welcome to my Doyel Account
-
“হে আল্লাহ।
আমার জন্য নির্ধারণ করুন এমন এক জীবনসঙ্গী।
যার হৃদয় হবে ঈমানের আলোয় ভরা
যার সান্নিধ্যে পাব আতরের মতো প্রশান্তি।
আর ভালোবাসা হবে রহমতের ছায়া।
যার সাথে কাটবে জীবন, জান্নাতের পথে এগিয়ে।”“হে আল্লাহ। 🤲 আমার জন্য নির্ধারণ করুন এমন এক জীবনসঙ্গী। যার হৃদয় হবে ঈমানের আলোয় ভরা 🌸 যার সান্নিধ্যে পাব আতরের মতো প্রশান্তি। আর ভালোবাসা হবে রহমতের ছায়া। যার সাথে কাটবে জীবন, জান্নাতের পথে এগিয়ে।”
3
0 Comments 0 Shares 4K Views -
কেউ যদি আপনাকে বলে দোয়েল কী?
"দোয়েল হচ্ছে সম্পুর্ণ বাংলাদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা টুইটারের বিপরীতে কাজ করবে।
"আর একটা কথা বলে নেই, যখন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের ব্যাপারে, আমরা কোন পোস্ট করতাম ফেসবুক এবং ইউটিউবে, তখন মার্ক জুকারবার্গ মামা আর ইউটিউব এই পোস্ট গুলো ডিলিট করছে এবং ফিলিস্তিনের ব্যাপারে কোন পোস্ট করলেই আইডিতে ওয়ারিং চলে আসছে, তাই এখন দোয়েলে কথা হবে স্বাধীনভাবে।
"আমাদের সকল তথ্য ফেসবুক এবং গুগলের হাতে ফেসবুকে আপনার সকল ব্যবসায়িক কাজের ক্ষেত্রে কথা বলা আছে, আরো আপনার ব্যক্তিগত চ্যাট আপনার ছবি এই সবগুলো ফেসবুকের হাতে ইত্যাদি।
"গুগলের হাতে আপনার কন্টাক্ট লিস্ট, গুগল ড্রাইভে আপনার ব্যক্তিগত ছবি এবং আপনার পরিবারের ছবি রাখা আছে, এবং গুগল ফটোতে আপনার সবকিছু আছে, এবং পাসওয়ার্ড ম্যানেজার এ আপনার সকল পাসওয়ার্ড আছে, গুগল ম্যাপে আপনার লোকেশন আছে ইত্যাদি।
"ধরেন আমাদের সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে যু**দ্ধ লাগলো তখন আমাদের কে মারতে বেশিখন লাগবে না কারণ আমাদের সকল তথ্য গুগল এবং ফেসবুকের হাতে।
(এই যুগে চাকু দিয়ে হ**ত্যা করতে হয় না।
তথ্য থাকলে চাকুর দরকার হয় না)
"তাই আসুন আমাদের বাংলাদেশের মুসলিম ভাইদের তৈরি অ্যাপ ব্যবহার করি, টাকা পেলে আমাদের দেশের ভাইয়েরাই পাক, তথ্য থাকলে আমাদের দেশেই থাক।
"আরেকটা আনন্দের বিষয় হচ্ছে, যে কোন দেশের মানুষ চাইলেই দোয়েল ব্যবহার করতে পারবে না।
"যেহেতু নতুন অ্যাপ তাই অতটাও ইস্মুত না, তাই আপনারা একটু ধৈর্য ধরে সময় দিয়ে দোয়েল টিম কে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ তারা আমাদেরকে ভালো কিছু উপহার দিবে।
"তাই আসুন দেশের পণ্য ব্যবহার করি এবং ইসলামের জন্য কাজ করি, এবং দেশের জন্য কাজ করি।
কোন ভুল কথা বললে মাফ করবেন।
জাঝাকাল্লাহু-খাইর।কেউ যদি আপনাকে বলে দোয়েল কী? "দোয়েল হচ্ছে সম্পুর্ণ বাংলাদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা টুইটারের বিপরীতে কাজ করবে। "আর একটা কথা বলে নেই, যখন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের ব্যাপারে, আমরা কোন পোস্ট করতাম ফেসবুক এবং ইউটিউবে, তখন মার্ক জুকারবার্গ মামা আর ইউটিউব এই পোস্ট গুলো ডিলিট করছে এবং ফিলিস্তিনের ব্যাপারে কোন পোস্ট করলেই আইডিতে ওয়ারিং চলে আসছে, তাই এখন দোয়েলে কথা হবে স্বাধীনভাবে। "আমাদের সকল তথ্য ফেসবুক এবং গুগলের হাতে ফেসবুকে আপনার সকল ব্যবসায়িক কাজের ক্ষেত্রে কথা বলা আছে, আরো আপনার ব্যক্তিগত চ্যাট আপনার ছবি এই সবগুলো ফেসবুকের হাতে ইত্যাদি। "গুগলের হাতে আপনার কন্টাক্ট লিস্ট, গুগল ড্রাইভে আপনার ব্যক্তিগত ছবি এবং আপনার পরিবারের ছবি রাখা আছে, এবং গুগল ফটোতে আপনার সবকিছু আছে, এবং পাসওয়ার্ড ম্যানেজার এ আপনার সকল পাসওয়ার্ড আছে, গুগল ম্যাপে আপনার লোকেশন আছে ইত্যাদি। "ধরেন আমাদের সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে যু**দ্ধ লাগলো তখন আমাদের কে মারতে বেশিখন লাগবে না কারণ আমাদের সকল তথ্য গুগল এবং ফেসবুকের হাতে। (এই যুগে চাকু দিয়ে হ**ত্যা করতে হয় না। তথ্য থাকলে চাকুর দরকার হয় না) "তাই আসুন আমাদের বাংলাদেশের মুসলিম ভাইদের তৈরি অ্যাপ ব্যবহার করি, টাকা পেলে আমাদের দেশের ভাইয়েরাই পাক, তথ্য থাকলে আমাদের দেশেই থাক। "আরেকটা আনন্দের বিষয় হচ্ছে, যে কোন দেশের মানুষ চাইলেই দোয়েল ব্যবহার করতে পারবে না। "যেহেতু নতুন অ্যাপ তাই অতটাও ইস্মুত না, তাই আপনারা একটু ধৈর্য ধরে সময় দিয়ে দোয়েল টিম কে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ তারা আমাদেরকে ভালো কিছু উপহার দিবে। "তাই আসুন দেশের পণ্য ব্যবহার করি এবং ইসলামের জন্য কাজ করি, এবং দেশের জন্য কাজ করি। কোন ভুল কথা বললে মাফ করবেন। জাঝাকাল্লাহু-খাইর।6
0 Comments 0 Shares 1K Views
More Stories