আমাদের স্বপ্ন গুলোই ঠিক করে লাইফে আমরা কতদূর এগোবো,

আর স্বপ্নগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব হয়- যখন আমরা Action নেই, Consistently চেষ্টা করতে থাকি।

যেমনটা করেছেন—

ইলন মাস্ক – বারবার ব্যর্থ হলেও কনসিস্টেন্ট কাজ করে Tesla ও SpaceX-কে গ্লোবাল পাওয়ারহাউসে নিয়ে গেছেন।

জেফ বেজোস – একটা অনলাইন বুকস্টোর থেকে শুরু করে কনসিস্টেন্ট গ্রোথ মাইন্ডসেট দিয়ে Amazon-কে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানিতে পরিণত করেছেন।

জ্যাক মা – ৩০+ চাকরিতে রিজেক্টেড হওয়ার পরও থামেননি; নিজের স্বপ্নে কনসিসটেন্ট ছিলেন, আর সেখান থেকেই এসেছে Alibaba।

Collected
আমাদের স্বপ্ন গুলোই ঠিক করে লাইফে আমরা কতদূর এগোবো, আর স্বপ্নগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব হয়- যখন আমরা Action নেই, Consistently চেষ্টা করতে থাকি। যেমনটা করেছেন— 🚀 ইলন মাস্ক – বারবার ব্যর্থ হলেও কনসিস্টেন্ট কাজ করে Tesla ও SpaceX-কে গ্লোবাল পাওয়ারহাউসে নিয়ে গেছেন। ✨ জেফ বেজোস – একটা অনলাইন বুকস্টোর থেকে শুরু করে কনসিস্টেন্ট গ্রোথ মাইন্ডসেট দিয়ে Amazon-কে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানিতে পরিণত করেছেন। 🔥 জ্যাক মা – ৩০+ চাকরিতে রিজেক্টেড হওয়ার পরও থামেননি; নিজের স্বপ্নে কনসিসটেন্ট ছিলেন, আর সেখান থেকেই এসেছে Alibaba। Collected
Like
Love
2
0 Comments 0 Shares 1K Views